২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

করোনায় আক্রান্ত তাজউদ্দীন আহমদ মেডিকেলের চিকিৎসকসহ ৫২ স্বাস্থ্যকর্মী

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ ৫২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার রাতে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত পরিসংখ্যানবিদ মো. সাইফুল ইসলাম জানান, ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নমুনায় তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের এক চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত করোনা নমুনা সংগ্রহকারী দুজন ল্যাব. টেকনিশিয়ানের করোনা সংক্রমণ রিপোর্ট পজিটিভ আসে।

সোমবার পর্যন্ত গাজীপুরে চিকিৎসক ও নার্সসহ ৫২ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।করোনায় আক্রান্ত ওই চিকিৎসক জানান, তিনি শহীদ তাজদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এনেসথেসিয়া বিভাগে অনারারি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি গাজীপুর মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন হাসপাতাল ইনডোর মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৪ এপ্রিল তার এক সহকর্মীর সঙ্গে বেসরকারি ওই হাসপাতালে অপারেশন করার সময় আবাসিক চিকিৎসক উপর্যুপরি হাঁচি ও কাশি দিতে থাকেন। তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে দেন তার সহকর্মী।

পরে ১৮ এপ্রিল করোনা পরীক্ষা করার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হলে ২০ এপ্রিল তার দেহে করোনা পজিটিভ রিপোর্ট আসে।গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মুহাম্মদ শাহীন জানান, সেদিন তার সংস্পর্শে যারা ছিলেন, তাদের স্যাম্পল নেয়া হয়েছে। আর বেসরকারি ওই হাসপাতালটি লকডাউন করার জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network