করোনা চীনের তৈরি যুক্তরাষ্ট্র প্রমাণ দিক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আপডেট: মে ৫, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
করোনা চীনের তৈরি যুক্তরাষ্ট্র প্রমাণ দিক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আপডেট:
Photo Card
Preview
করোনা চীনের তৈরি যুক্তরাষ্ট্র প্রমাণ দিক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আপডেট নিউজ ডেস্ক: চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তির ‘অজস্র গুরুত্বপূর্ণ প্রমাণ’ দেখার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার এ বক্তব্যকে ‘অনুমাননির্ভর’ আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিজ্ঞানভিত্তিক তদন্তের আহ্বান করেছে। সংস্থাটির শীর্ষ জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন, চীনের গবেষণাগারে ভাইরাসটি উৎপত্তি হওয়ার কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপন করা হোক। সোমবার জেনেভা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রায়ান বলেন, ভাইরাসের উৎপত্তি নিয়ে মার্কিন সরকারের কাছে থেকে কোনো তথ্যনির্ভর প্রমাণ পাইনি। সুতরাং আমাদের দিক থেকে তার এই দাবি অনুমাননির্ভর।’ তার মতে, ‘প্রমাণনির্ভর সংস্থা’ হিসেবে ভাইরাসটির উৎস নিয়ে যে কোনো তথ্য জানতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভবিষ্যতে এটি...
আপডেট নিউজ ডেস্ক: চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাসের উৎপত্তির ‘অজস্র গুরুত্বপূর্ণ প্রমাণ’ দেখার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার এ বক্তব্যকে ‘অনুমাননির্ভর’ আখ্যা দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিজ্ঞানভিত্তিক তদন্তের আহ্বান করেছে।
সংস্থাটির শীর্ষ জরুরি পরিস্থিতি বিষয়ক বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন, চীনের গবেষণাগারে ভাইরাসটি উৎপত্তি হওয়ার কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপন করা হোক।
সোমবার জেনেভা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রায়ান বলেন, ভাইরাসের উৎপত্তি নিয়ে মার্কিন সরকারের কাছে থেকে কোনো তথ্যনির্ভর প্রমাণ পাইনি। সুতরাং আমাদের দিক থেকে তার এই দাবি অনুমাননির্ভর।’ তার মতে, ‘প্রমাণনির্ভর সংস্থা’ হিসেবে ভাইরাসটির উৎস নিয়ে যে কোনো তথ্য জানতে আগ্রহী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভবিষ্যতে এটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন তিনি।
চীনের গবেষণাগার থেকে করোনা ছড়ানোর কোনো প্রমাণ থাকলে যুক্তরাষ্ট্রকে তা সরবরাহের আহ্বান জানিয়ে রায়ান বলেন, যদি কোনো তথ্য ও প্রমাণ থাকে, তাহলে যুক্তরাষ্ট্র সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তা কখন এবং কোথায় তারা দেবে।
করোনা সংক্রমণের পর থেকেই চীন ভাইরাসটি ছড়িয়েছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। আর চীন বরাবরই এ দাবি অস্বীকার করে আসছে।
গত বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালকের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, করোনাভাইরাস মানবসৃষ্ট বা জিনগতভাবে পরিবর্তিত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু তার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একই অভিযোগ করে আসছেন।