আপডেট: এপ্রিল ৭, ২০২০
অনলাইন ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কোটালীপাড়া সড়কে তিনদিন ধরে অঘোষিত লকডাউন চলছে। রোববার রাতে সড়কের গোপালপুরে রাস্তার মাঝখানে গাছ ফেলে যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দিয়েছে গ্রামবাসী।
সোমবার রাতে এলাকাবাসী জানিয়েছেন, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সরকার বার বার মানুষকে ঘরে থাকতে বলেছে। কিন্ত, কিছু মানুষ তা মানছে না বলেই বাধ্য হয়ে সড়কের মাঝখানে গাছ ফেলে সব ধরনের যানবাহন ও মানুষ চলাচল বন্ধ করে দিয়েছি।
টুঙ্গিপাড়ার থানার ওসি মো, এ এফ এম নাসিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, মানুষকে সচেতন করার জন্যই গ্রামবাসী ওই সড়কের গোপালপুরে রাস্তার মাঝখানে গাছ ফেলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।
তবে জরুরি প্রয়োজনে মানুষ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে এতে কোন বাধা নেই। কিন্ত অপ্রয়োজনীয় কাজে কেউ ঘর থেকে বের হতে পারবে না।

