২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি ভোলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ বানারীপাড়ায় সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা, অভিভাবক ও শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার

কালীগঞ্জে দৈনিক প্রথম আলো অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে উপজেলা আ’লীগের সংবাদ সম্মেলন

আপডেট: আগস্ট ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

 

 নিজস্ব প্রতিবেদক।।  গাজীপুরের কালীগঞ্জে দৈনিক প্রথম আলো অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে উপজেলা আ’লীগ সংবাদ সম্মেলন করেছেন।

৭ই জুলাই শুক্রবার বিকালে কালীগঞ্জ বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন আ’লীগের প্রধান কার্যালয়ে গত ৩রা আগষ্ট সোমবার, দৈনিক প্রথম আলো অনলাইন পত্রিকায় আজম খানকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় আ’লীগের নেতাকর্মী হামলা চালানোর বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের প্রতিবাদে উপজেলা আ’লীগ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী তার লিখিত বক্তব্যে জানান, আজম খান ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের সময় রাজপথে প্রকাশ্যে দিবালোকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ ময়েজউদ্দিনকে নির্মমভাবে হত্যা করে। ১/১১ সরকারের সময় যে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়, সেদিন খুনি আজম খান ঢাকার রাজপথে মিষ্টি বিতরণ করে আনন্দ-উল্লাসসহ এমন কোনো অপকর্ম নেই যা সে করেনি।

জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আজম খান উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে, হিন্দু মুসলমানের জমি অন্যায় ভাবে দখল করে ইন্টারন্যাশনাল রিসোর্ট সেন্টার স্থাপন করে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। রিসোর্টে দেশী-বিদেশী প্রমোদ বালা এনে আমোদ-প্রমোদে লিপ্ত থাকায় এলাকাবাসী বিভিন্ন সময় তাকে প্রতিরোধ করে।

উল্লেখ্য, ঈদের পরের দিন ২রা আগষ্ট রবিবার আজম খান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে ইন্টারন্যাশনাল রিসোর্ট সেন্টারে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় স্থানীয়রা উত্তেজিত হয়ে ধাওয়া করে। এ সময় আজম খান অবস্থা বেগতিক দেখে কৌশলে নদী পথে নৌকাযোগে পালিয়ে যায়। পরবর্তীতে বিক্ষুদ্ধ স্থানীয় জনতা তাকে না পেয়ে, তাকে কালীগঞ্জে অবাঞ্চিত ঘোষণা করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, যুবলীগের সভাপতি এস.এম আলমগীর হোসেন, পৌর আ’লীগের সভাপতি এস.এম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, জামালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মাহবুবুর রহমান খান (ফারুক মাষ্টার), পৌর যুবলীগের সভাপতি মোঃ বাদল হোসেন, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোহাই মিনুল ইসলাম লিকন সহ দলীয় নেতাকর্মীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network