আপডেট: মে ১১, ২০২০
চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে ভোগান্তি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের ব্যবসায়ী তথা রফতানিকারকরা।
অর্থনীতিতে বৈশ্বিক মহামারীর ধাক্কা সামলাতে প্রধানমন্ত্রী যুগোপযোগী ব্যবসাবান্ধব পদক্ষেপ নিতে বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে না।জানা যায়, সাধারণ ছুটিতে সরকারের নিয়ম মেনে এবং স্বাস্থ্য সতর্কতা রেখেই অর্ধেক কর্মী নিয়ে কাজ চালাচ্ছে বরিশালের বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফরচুন সুজ লিমিটেড। বিশ্বের ৬৪টি দেশে বছরে ৬০ লাখ জোড়া জুতা রফতানি করে ফরচুন সুজ। বৈশ্বিক মহামারীর এই সময়ও ইউরোপের ৫টি দেশ থেকে রফতানি আদেশ পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু পণ্য তৈরির কাঁচামাল খালাসে ভোগান্তিতে ফেলেছে চট্টগ্রাম বন্দরের আমলারা।

