আপডেট: মার্চ ১৯, ২০২১
রিপোর্ট ইব্রাহিম সবুজ:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের খয়রাবাদ আল-মদিনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ মার্চ শুক্রবার আল-মদিনা হাফিজিয়া মাদরাসা ময়দানে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ করেন, হযরত মাওলানা হুমায়ন কবির হাবিবী প্রধান অতিথি, খতিব, তুলা বাগিচা জামে মসজিদ জুরাইন ঢাকা, বাকেরগঞ্জের খ্যাতি সম্পান্ন প্রধান বক্তা আলহাজ্জ্ব হযরত মাওলানা সৈয়দ মোয়াজ্জেম হোসেন খলিফা জৈনপুরি, সহকারী অধ্যাপক সাহেবপুর মদিনাতুল উলুম সিনিয়ার মাদরাসা!
এ মাহফিলে উপস্থিত ছিলেন, মোঃ তৈয়ব আলী প্রতিস্ঠাতা খয়রাবাদ আল-মদিনা হাফিজিয়া মাদরাসা, মোঃ হেলাল উদ্দিন মোল্লা সভাপতি খয়রাবাদ আল-মদিনা হাফিজিয়া মাদরাসা, বিশিষ্ট সমাজসেবক মোঃ মশিউর রহমান শিকদার ও শাহিন জোমাদ্দার!
আরও অএ মাদ্রাসার ছাত্র বৃন্দ ও ওলামাগন উপস্থিত থাকিয়া তাদের মুল্যবান ওয়াজ নছিয়ত পেশ করেন। অএ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ খয়ারাবাদ বাজারের ব্যাবসায়ী বৃন্দ মাহফিলে অংশ গ্রহন করেন। প্রধান অতিথির বয়ানের পরে আখিরি মোনাজাত করে আল্লাহর কাছে সমস্ত মুসলিম উম্মাহর জন্য ইহকালে শান্তি ও পরকালে মুক্তির জন্য দোয়া করা হয়, শেষে সকলকে তবারক বিতরণ করা হয়।

