২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

গৌরনদীতে উদ্ধারকৃত চোরাই চাল বিনামূল্যে সুবিধাভোগীদের মধ্যে বিতরন

আপডেট: এপ্রিল ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

শামীম মীর, বরিশাল ।। বরিশালের গৌরনদীতে হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৫ বস্তা সরকারি চাল চুরি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার খাঞ্জাপুর ইউনিয়ন ডিলার ও গৌরনদী উপজেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি প্রদীপ দত্তসহ দুইজনকে ৬ মাসের কারাদন্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত চাল বৃহস্পতিবার খাদ্যবান্ধব সুবিধাভোগীদের মধ্যে বিনা মূল্যে বিতরন করা হয়।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক জানান, সোমবার রাতে পুলিশ গৌরনদী উপজেলার বাকাই বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহার দুটি গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচীর ৫৫ বস্তা সরকারি চাল উদ্ধার করে এবং সরকারি চাল কালো বাজারে বিক্রির সঙ্গে জড়িত থাকায় ডিলার প্রদীপ দত্ত (৪৫), বাজারের চাল ব্যবসায়ী পংকজ সাহাকে (৩২) আটক করা করে। গৌরনদী ভ্রাম্যমান অদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান মঙ্গলবার দুপুরে ডিলার প্রদীপ দত্ত ও ব্যবসায়ী পংকজ সাহাকে চাল চুরির অপরাধে প্রত্যেককে ৬মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর অলম সেরনিয়াবাত জানান, উদ্ধারকৃত চোরাই চাল গৌরনদী নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল বৃহস্পতিবার খাদ্যবান্ধব কর্মসূচীর সুবিধাভোগীদের মধ্যে বিনামূল্যে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌড়াঙ্গ প্রসাদ গাইন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network