আপডেট: জানুয়ারি ২৭, ২০২৬
আপডেট নিউজ : বরিশালের গৌরনদীতে ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর পাল্টা হামলা চালানো হয়েছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাহিলাড়া বাজারে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, ছাত্রদল নেতা জাফর হাওলাদার ও তার ভাই বুলবুল হাওলাদার। অপরপক্ষের আহতরা হলেন-উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বায়জিদ সরদার এবং তার ভাই ওমর ফারুক ও মিরাজ সরদার।
উপজেলা ছাত্রদল নেতা জাফর হাওলাদার অভিযোগ করে বলেন-মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে মাহিলাড়া বাজারে বসে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল মার্কার প্রচারণা করি এই মিথ্যে অভিযোগ তুলেন স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ সরদার। এনিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে আমাকে এবং আমার ভাই বুলবুল হাওলাদারকে পিটিয়ে আহত এবং আমাদের দোকান ভাংচুর করে বায়জিদ ও তার দুই ভাই। এর কিছুক্ষন পর ঘটনাস্থলে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা বাজারে আসলে তাকেও মারধর করে বায়জিদ। এসময় ছাত্রদল আহবায়কের ওপর হামলার খবর ছড়িয়ে পরলে উত্তেজিত জনতা বায়জিদকে মারধর করে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা অভিযোগ করে বলেন-উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা বায়জিদ সরদারের বিরুদ্ধে বাজারের মুচি থেকে শুরু করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজী ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার বেপরোয়া আচরণের কারনে ধানের শীষ প্রতীকের ব্যাপক ক্ষতি হচ্ছে। বিষয়টি আমি উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দকে অবহিত করেছি।
অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বায়জিদ সরদার বলেন-ধানের শীষের প্রচার উপ-কমিটির সদস্য হওয়া সত্বেও ছাত্রদল কর্মী জাফর স্বতন্ত্র প্রার্থী ফুটবলের হয়ে কাজ করছে এমন অভিযোগ আমাদের কাছে রয়েছে। বিষয়টি তার (জাফর) কাছে জিজ্ঞাসা করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়েছে। বর্তমানে আমি হাসপাতালে ভর্তি রয়েছি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-এঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

