আপডেট: জানুয়ারি ২৬, ২০২৬
শামীম মীর গৌরনদী।। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন তার ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট চেয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এলাকায় গণসংযোগ করেছেন।
এ সময় পথসভা ও গণ সংযোগস্থল গুলোতে নারী-পুরুষের ঢল নামে।
ওইদিন সকাল সাড়ে ১১ তারাকুপি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য ও ধানের শীষের প্রচার উপ-কমিটির সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, সদস্য সচিব চুন্নু সরদার, বিএনপি নেতা মাসুদ মাঝি, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক মাঝি, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল গোমস্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে চারঘাটা, আনন্দপুর খ্রিস্টান পল্লী, বাউরগাতী, বড়দুলালী, বিএনপির বাজার, বার্থী বাজারসহ বিভিন্ন এলাকা গণসংযোগ করেন।

