২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঘন কুয়াশার কারণে ঢাকা-বরিশাল রুটসহ সারা দেশের নদী পথের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘন কুয়াশার বরিশাল নৌ-বন্দর থেকে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী জানান, রবিবার রাতে বরিশাল নৌ-বন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো। ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটেরও লঞ্চ ও ভোলা-বরিশাল রুটে চলাচলকারী স্পিড বোট চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিচুর রহমান বলেন, রবিবার সারা দিনে একবারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর নদী অববাহিকায় কুয়াশা ছিলো। রাতে আরো ঘন কুয়াশায় ঢেকে যাবে নদী অববাহিকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network