আপডেট: অক্টোবর ৫, ২০২৩
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম
চুয়াডাঙ্গা জেলা শহরের কবরী রোড এলাকায় মেসার্স ভাই ভাই ফুসকা হাউজে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৫ই অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকরভাবে বিভিন্ন খাবার তৈরি, একই ফ্রিজের কাচা মাংসের সাথে পূর্বের তৈরিকৃত খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্যের ব্যবহার, আগের বাসি চিকেন ও বিভিন্ন খাবার ফ্রিজে সংরক্ষণ করে পুনরায় তেলে গরম করে খাওয়ানো, আগের দিনের পোড়াতেল ব্যবহার, তারিখবিহীন বিভিন্ন খাবার সংরক্ষণ করে খাওয়ানো, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ভাই ভাই ফুসকা হাউজের মালিক ওহিদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাসি খাবার ও পোড়াতেল নষ্ট করা হয় এবং তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে খাবার পণ্য তৈরির নি একটি টিম সার্বিক সহযোগিতা করেন। সজল আহম্মেদ আরও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

