২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

তালতলীতে মসলার দাম সাধ্যের বাইরে, বলছেন সাধারণ ক্রেতারা

আপডেট: জুলাই ৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: ঈদুল আজহা সামনে রেখে অস্থির হয়ে উঠছে মসলার বাজার। বরগুনার আমতলী, তালতলী উপজেলাসহ উপকূলের বিভিন্ন হাট-বাজারে গরম মসলার দামে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এতে স্বল্প ও নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে মসলার দাম।

সরেজমিনে আমতলী ও তালতলী শহরের একাধিক মুদি-মনিহারি দোকানে গিয়ে দেখা গেছে, গত বছর ঈদুল আজহার আগে এক কেজি রসুন ছিল ৫০ থেকে ৬০ টাকা, এ বছর ১০০ থেকে ১২০ টাকা, পেঁয়াজ ছিল ২৮ থেকে ৩৫ টাকা, এখন ৪৫ থেকে ৫২ টাকা, আদা ছিল ১৫০ টাকা এখন ২০০ থেকে ২২০ টাকা, জিরা ছিল ৪০০ টাকা এখন ৪৫০ টাকা, গোলমরিচ ছিল ১৮০ টাকা বর্তমানে ২০০ টাকা।

এ ছাড়া এলাচ, দারুচিনি, কিশমিশসহ অন্যান্য মসলার দামও গত বছরের তুলনায় প্রায় দেড় গুণ-দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

 

আমতলী পৌর শহরের খলিল মহাজন ও লাল মিয়ার দোকান ঘুরে দেখা গেছে, রসুন, পেঁয়াজসহ আমদানি করা মসলার বেঁধে দেওয়া সরকারি দাম কোনো ব্যবসায়ীরা মানছেন না। পাইকারি থেকে ছোট দোকানদাররা পর্যন্ত একে অপরকে দোষারোপ করেই নিজের দায় এড়িয়ে যাচ্ছেন।

আমতলী পৌর শহরের মসলা ব্যবসায়ী মো. নুরুল ইসলাম বলেন, ঢালাওভাবে বলা হচ্ছে, বাজারে দোকানদাররা সব মসলার দাম বাড়িয়েছেন, এটা সঠিক নয়। কোরবানির ঈদ সামনে রেখে মহাজনদের কাছ থেকে আমাদের বেশি দামে মসলা কিনতে হচ্ছে। তাই আমরাও ক্রেতাদের কাছে বেশি দামে মসলা বিক্রি করছি।

আমতলী পৌরশহর নতুন বাজারে একটি মুদি-মনিহারি দোকানে মসলা কিনতে আসা ক্রেতা মো. দেলোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, মসলার বাজারে কি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। বিক্রেতারা প্রতিটি মসলার গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ দাম চাচ্ছে। আমাদের মতো স্বল্প আয়ের মানুষ কিভাবে কোরবানির জন্য এত দামে মসলা কিনব।

তালতলী বাজারে মসলা ক্রয় করতে আসা আ. মোতালিব ও ইউসুফ মিয়া জানান, কোরবানি সামনে রেখে বাজারে মসলার যে দাম তা আমাদের মতো সাধারণ মানুষের কেনা সাধ্যের বাইরে চলে গেছে। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছা মাফিক দাম বাড়াচ্ছে। এতে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে মানুষ দিশাহারা হয়ে পড়বে।এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আবদুল্লা বিন রশিদ মুঠোফোনে বলেন, মসলার বাজার নিয়ন্ত্রণে আজকেই মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network