আপডেট: মে ১০, ২০২০
নাজমুল হক মুন্না : শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ,এই সোলোগান সামনে রেখে উজিরপুর -বানরীপাড়া অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষদে ও বরিশাল উন্নয়ন ফোরাম এর সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন। উজিরপুর- বানারীপাড়া প্রত্যন্ত অঞ্চলে ক্যাপ্টেন সাহেবের ছোট ভাই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একদলস্বেচ্ছাসেবক নিম্ম আয়ের পরিবার দুয়ারে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন,(চাল,ডাল,আলু,তেল,পিয়াজ ,ওইফতার সামগ্রী )মেহেদী হাসান জানান এখন পর্যন্ত ক্যাপ্টেন সাহেবের ব্যক্তিগত অর্থায়নে দুই উপজেলার নয়শত পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে।রমজান মাস ব্যাপী সহায়তা চলমান থাকবে। ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বলেন সবাইকে স্বাস্থ্যবিধি ওসামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে,আমরা খুব শীঘ্র এই বিপদ থেকে কেটে উঠবো,শেখ হাসিনার বাংলাদেশ একটি পরিবার ও থাকবে না,এবং সমাজের বিত্তবানদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান

