২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

দুমকিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ

আপডেট: নভেম্বর ২৩, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর তীরে সরকারি খাস ও ফসলি জমিতে গড়ে ওঠা বিতর্কিত ‘ফেমাস ব্রিক্স’ নামের অবৈধ ইটভাটাটি অবশেষে সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। গত বছর উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়ে প্রশাসন ফিরে এলেও, এবার কঠোর অবস্থানে থেকে পুরো ভাটাটি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যদের উপস্থিতিতে স্ক্যাভেটর দিয়ে ভাটার চিমনি ও চুল্লিসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, লোহালিয়া নদীতীরের সন্তোষদি এলাকায় পরিবেশ বিধিমালা অমান্য করে দীর্ঘদিন ধরে ইট উৎপাদন ও বিক্রি করে আসছিল ফেমাস ব্রিক্স। রোববার দুপুরের অভিযানে ভাটার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় বিপুল পরিমাণ কাঁচা ইট পানি ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বছর এই ইটভাটায় অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েছিল প্রশাসন। তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আকতার নিলয়ের নেতৃত্বে অভিযান শুরু হলে ভাটা মালিক ও শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে টিমের ওপর হামলা চালায়। সে সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং স্ক্যাভেটর চালককে মারধরের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে অভিযান মাঝপথে স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা। সেই সুযোগে আংশিক ভাঙা ভাটাটি মেরামত করে পুনরায় কার্যক্রম শুরু করেছিলেন মালিকপক্ষ।উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ দূষণ রোধ এবং কৃষিজমি রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এরই অংশ হিসেবে নিশ্চিত তথ্যের ভিত্তিতে এবার ভাটাটি পুরোপুরি উচ্ছেদ করা হলো। জনস্বার্থে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network