২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

নদীভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নে কাজ করতে চাই -মাওলানা আবদুল জব্বার

আপডেট: নভেম্বর ২১, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, অনেকে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু আমরা কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় বরং মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট-কে একটি মেগা প্রজেক্টের আওতায় এনে নদীভাঙন রোধ ও অবকাঠামো উন্নয়নসহ নানামুখী কাজের মাধ্যমে এই অবহেলিত জনপদের চিত্র পরিবর্তন করে দিতে চাই।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে বসবাসরত মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানুষ দাড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের আপামর মানুষ দাড়িপাল্লায় ভোট দেয়ার মাধ্যমে এ দেশে এক নিরব বিপ্লব ঘটাবে, ইনশাআল্লাহ।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ নগরীর হোসিয়ারী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সগির বিন সাঈদ এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান।
সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত হিজলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক তালুকদার, মনিরুজ্জামান, সাইফুল্লাহ কামাল ও হাবিবুল্লাহ প্রমুখ।
এছাড়াও নারায়ণগঞ্জে বসবাসরত মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network