২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি ভোলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ বানারীপাড়ায় সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা, অভিভাবক ও শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি সেজে চাঁদাবাজি, বরখাস্তকৃত পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে বরখাস্তকৃত এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. খায়রুল আলম (৩৮)। এ সময় তার সহযোগী আল আমিন (২৫) নামে একজন পালিয়ে যায়। পুলিশ খায়রুলের কাছ থেকে ডিবি পুলিশের একটি আইডি কার্ড, একটি পুলিশের আইডি কার্ড, একটি হ্যান্ডকাফ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানায়, আটকৃত খায়রুল ডিএমপি ট্রাফিকের দক্ষিণ বিভাগে কর্মরত একজন কনস্টেবল ছিল। দেড় বছর ধরে সে সাময়িকভাবে বরখাস্ত রয়েছে। সে বৃহস্পতিবার ডিএমপির ডিবির উপপরিদর্শক (এসআই) শিমুল রানা পরিচয়ে সিদ্ধিরগঞ্জের সাহেব পাড়া এলাকার রবিউল আলমের মালিকানাধীন মা ও শিশু কল্যাণ স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়। সেখানে রবিউলকে তার স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন রকম অনিয়মের কথা বলেন। এসব বিষয় মিটিয়ে ফেলার জন্য এ সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

রবিউল টাকা দিতে অস্বিকার করায় তাকে জোর করে ঢাকা ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে টানা হেচরা করতে থাকে। রবিউলের চিৎকারে আসেপাশের লোকজন ছুটে আসে এবং খায়রুলকে আটক করে। এ সময় রবিউলের আরেক সহযোগী আল-আমিন পালিয়ে যায়। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে জানানো হলে পুলিশ এসে খায়রুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খায়রুল জানায়, সে ডিবি নয় ডিএমপির ট্রাফিক বিভাগের দক্ষিণ এলাকায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিল। বিগত দেড় বছর ধরে সে সাময়িকভাবে বরখাস্ত রয়েছে। এ বিষয়ে আজ শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network