২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

পটুয়াখালীর বাউফলে ৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার, আড়তদারের ছেলে আটক

আপডেট: এপ্রিল ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে ৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ট্রলারসহ শাহজাহান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বগা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা থেকে বগা এলাকায় ৪২ মেট্রিক টন সরকারি চাল নিয়ে একটি ট্রলার আসে। বগার মোতাহার হাওলাদারের আড়তে চাল তুলছিল শ্রমিকরা। পরে চাল ও ট্রলারসহ আড়তদারের ছেলে শাহজাহানকে (৩২) আটক করে পুলিশ।

বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বগা এলাকায় অভিযান চালিয়ে ৪২ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার এবং ট্রলারসহ শাহজাহান (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network