প্রজ্ঞার পরিচয় দিলেন সাদিক অবদুল্লাহ
আলম রায়হান: ৭৫-এর থিংকট্যাংককে হতাশ করে দিয়ে সংযমের পরিচয় দিয়েছেন। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মনোনয়ন বঞ্চিত হয়ে আবেগঘণ অথবা বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেননি তিনি। কথিত বিদ্রোহী প্রার্থী হননি, ভেঙ্গে পড়েননি কান্নায়। বরং রাজনৈতিক প্রজ্ঞা ও সংযমের পরিচয় দিয়েছেন। যা রাজনীতিতে খুব একটা দেখা যায় না। শুধু তাই নয়, ঢাকার মেয়র মনোনয়ন বঞ্চিত হয়ে সাঈদ খোকনের মতো আবেগপ্রবন প্রতিক্রিয়া প্রকাশ করা এবং বিরোধিতার পথেও হাটেননি মেয়র নাদিক। এমনকি গত সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে কান্না জড়িত কণ্ঠে জাহাঙ্গীর কবির নানকের মতো আবেগঘন প্রতিক্রিয়াও ব্যক্ত করেননি। তিন প্রজন্মের রাজনীতিক এবং দুই রাজনৈতিক ঝরনা ধারার উত্তরাধিকার সেনিয়াবাত সাদিক আবদুল্লাহ রাজনীতিতে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন...