২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

প্রসবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেললেন নার্স

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রসূতি মায়ের সন্তান প্রসাবের সময় নবজাতকের মাথা ছিড়ে ফেললেন নার্স। শনিবার (১১এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ ওই প্রসূতি আঁখি আক্তার (২০) উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী। এ ঘটানায় অভিযুক্ত ২ সেবিকা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্স সাথি মল্লিক ও অপু হালদার। গুরুতর অসুস্থ ওই প্রসূতীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অসুস্থ আঁখি আক্তারের মা মানছুরা বেগম জানান, তার কন্যাকে গত শুক্রবার (১০এপ্রিল) রাতে বাচ্চা প্রসাবের জন্য নাজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তার সামান্য প্রসাব ব্যাথা উঠলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সাথি মল্লিক ও অপু হালদার বাচ্চা প্রসবের জন্য ১০ হাজার টাকা দাবী করেন। তাদের সাথে টাকা নিয়ে দর কষাকষি হয় আমাদের সাথে। এক পর্যায় আমরা বাচ্চা প্রসাবের দেরী হওয়ার বিষয় জানতে চাইলে দেখি একটি পলিথিনে মোরানো নব জাতকের মাথা। বিষয়টি আমাদের না জানিয়ে গোপন করার চেষ্টা করে তারা।
এ বিষয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. ফজলে বারীর বলেন, বিষয়টি শুনেছি, রোগীর পক্ষ থেকে অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ওই ২ নার্সের ব্যাক্তিগত মুঠোফোনে একাধীকবার যোগাযোগ করার জন্য ফোন দিলে তারা কেউ ফোন রিসিভ করেন নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network