২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

প্রানের বাংলাদেশ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সোহেল

আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার প্রানের বাংলাদেশ পত্রিকায় নিয়োগ পেয়েছেন সাংবাদিক সোহেল হাওলাদার। সম্প্রতি পত্রিকাটির কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করেন। তিনি পত্রিকাটিতে ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের বাসিন্দা সোহেল হাওলাদার দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ সংগ্রহ ও পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।তার এ নিয়োগে সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় সাংবাদিক মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি প্রানের বাংলাদেশ পত্রিকার সাংবাদিকতায় আরও গতিশীলতা ও মানোন্নয়নে ভূমিকা রাখবেন।
সোহেল হাওলাদার তার প্রতিক্রিয়ায় বলেন, প্রানের বাংলাদেশ পত্রিকার সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। পত্রিকার নীতি ও আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতা করার সর্বোচ্চ চেষ্টা করব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network