আপডেট নিউজ ডেস্ক: জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ'র খণ্ডিত লাশ উদ্ধারের পর নানা রহস্য সৃষ্টি হয়েছে। তার হত্যাকারীকে এখনো গ্রেফতার করতে না পারলেও চিহ্নিত করতে পেরেছে নিউইয়র্ক পুলিশ। যে কোনো সময় গ্রেফতার করতে পারে পুলিশ। অনুমান করা হচ্ছে, কোনো বিরাট ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরেই ঘটেছে এই হত্যাকান্ড। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ এ নিয়ে কিছু জানাতে রাজি হয়নি। তবে পুলিশ জানিয়েছে, খুনি অত্যন্ত পেশাদার। উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তার খণ্ডিত দেহের পাশে একটি বৈদ্যুতিক করাত পাওয়া গেছে। ধারণা...
আপডেট নিউজ ডেস্ক: জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ’র খণ্ডিত লাশ উদ্ধারের পর নানা রহস্য সৃষ্টি হয়েছে। তার হত্যাকারীকে এখনো গ্রেফতার করতে না পারলেও চিহ্নিত করতে পেরেছে নিউইয়র্ক পুলিশ। যে কোনো সময় গ্রেফতার করতে পারে পুলিশ।
অনুমান করা হচ্ছে, কোনো বিরাট ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরেই ঘটেছে এই হত্যাকান্ড। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ এ নিয়ে কিছু জানাতে রাজি হয়নি। তবে পুলিশ জানিয়েছে, খুনি অত্যন্ত পেশাদার।
উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তার খণ্ডিত দেহের পাশে একটি বৈদ্যুতিক করাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি দিয়েই ফাহিমের মাথা, দুই হাত, দুই পা কেটে শরীর থেকে আলাদা করা হয়।