বরগুনায় করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধে থার্মাল স্ক্যানার দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা শুরু করেছে জেলা পুলিশ। যাদের তাপমাত্রা সাধারণ জ্বর বা তার থেকে বেশি তাদেরকে স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।শনিবার সকাল থেকে তারা এ কার্যক্রম শুরু করেন। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন আমাদের হাজার হাজার মানুষের সংস্পর্শে থাকতে হয়। কার শরীরে করোনাভাইরাস আছে তা বোঝার উপায় নেই। পুলিশের এই উদ্যোগে আমরা স্বস্তি পাচ্ছি। বরগুনার অ্যাডিশনাল এসপি মোহাম্মাদ শাহজাহান জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতারা প্রতিদিন হাজারো মানুষের সংস্পর্শে আসে তাই তাদেরকে আগে পরীক্ষা করা জরুরি। এছাড়া জেলার প্রতিটি চেকপোষ্টে সাধারণ...
৬
বরগুনায় করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধে থার্মাল স্ক্যানার দিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা শুরু করেছে জেলা পুলিশ।
যাদের তাপমাত্রা সাধারণ জ্বর বা তার থেকে বেশি তাদেরকে স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।শনিবার সকাল থেকে তারা এ কার্যক্রম শুরু করেন। পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন আমাদের হাজার হাজার মানুষের সংস্পর্শে থাকতে হয়। কার শরীরে করোনাভাইরাস আছে তা বোঝার উপায় নেই। পুলিশের এই উদ্যোগে আমরা স্বস্তি পাচ্ছি।
বরগুনার অ্যাডিশনাল এসপি মোহাম্মাদ শাহজাহান জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতারা প্রতিদিন হাজারো মানুষের সংস্পর্শে আসে তাই তাদেরকে আগে পরীক্ষা করা জরুরি।
এছাড়া জেলার প্রতিটি চেকপোষ্টে সাধারণ মানুষের তাপমাত্রা পরীক্ষা করা হবে। যাদের তাপমাত্রা সাধারণ জর বা তার থেকে বেশি মনে হবে তাদেরকে স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হবে।