আপডেট: এপ্রিল ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক ।। জেলেদের চাল আত্মসাৎ ও টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলেরা। রবিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করেছে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের জেলে সম্প্রদায়। মানববন্ধনে জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা নির্বাচিত হওয়ার পরেই ইউপি সদস্য মনোরঞ্জন মন্টু সহ কয়েকজনকে নিয়ে একটি চেয়ারম্যান বাহিনী গঠন করেছে।
এই বাহিনীর প্রধান কাজ হলো সাধারণ মানুষদের জিম্মী করে টাকা হাতিয়ে নেয়া। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলেদের মাঝে বরাদ্ধকৃত চাল বিতরণে কম দেওয়া ও কার্ডের বিনিময়ে ১৫০/২০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে জেলেরা। জেলেদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি ২ বারের ৮০ কেজি চাল বরাদ্ধ থাকলেও সৈয়দকাঠী ইউনিয়নের অধিকাংশ জেলে ৩৭/৩৮ কেজি করে চাল পেয়েছে। তারা আরো বলেন চেয়ারম্যানের এইসকল অনিয়মের প্রতিকার চেয়ে গত ৭ এপ্রিল বরিশাল জেলা প্রশাসক বরাবর আবেদন করেন কয়েকজন জেলে। উক্ত আবেদন’র প্রেক্ষিতে বানারীপাড়া উপজেলা মৎস কর্মকর্তাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন হয়েছে। অপর দিকে আবেদনকারী জেলেদের বিভিন্ন ভাবে ভয়ভিতি ও হুমকিধামকী প্রদান করছে চেয়ারম্যান বাহিনী। চেয়ারম্যান বাহিনীর এই সকল অনিয়ম ও হুমকি ধামকির হতে রক্ষা পেতে সাধারণ জেলেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করতে মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আলম বেপারী, নারায়ন, শুভাষ, সুখবেদ, বিরেন, জগদিশ, সদানন্ধ, রিপন মল্লিক, সুভাষ রায়, দিলিপ বরাল, গৌতম রায়, অবনী রায়, নিপুন নাটুয়া, সুনিল, হরেন হালদার, বিশ্বনাথ হালদার, অসিম গাইন, কার্তিক রায়, পরিমল, গৌরঙ্গ, আ: রহিম খান মগ শতাধীক জেলে।

