২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশালে এইচএসসিতে জিপিএ-৫ এর সংখ্যা ৫ হাজার ৫৬৮

আপডেট: জানুয়ারি ৩০, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর জিপি-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। এবার মোট পাসের ৮ দশমিক ০৮ ভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এবছর জিপিএ-৫ পেয়ে পাস করেছে ৫ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ২ হাজার ২৭৪ জন এবং ছাত্রী ৩ হাজার ২৯৪ জন। গত বছর মোট জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ছিল ১ হাজার ২০১ জন।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ফলাফল কেমন হলো তা অভিভাবক এবং পরীক্ষার্থীরাই ভালো বলতে পারবে। তবে ফলাফল যাই হোক পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষায় লড়াই করেই বিশ্ববিদ্যালয় কিংবা কলেজে ভর্তি হতে হবে বলে ইঙ্গিত দেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network