২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে গৌরনদীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক সন্দেহে মা’র’ধ’র, আহত-৬

বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: নানা আয়োজনে বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রবিবার দিনটি পালনে সকালে নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদীতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। দিনটি পালনে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা এবায়দুল হক চান ও নুরুল আলম ফরিদ, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, উপ-পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নগরীর ত্রিশ গোডাউনস্ত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়ের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা। এছাড়াও দিবসটি উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network