২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল কাথলিক ডাইওসিসের নতুন ধর্মপালের অভিষেক ও অধিষ্ঠান

আপডেট: আগস্ট ২০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল কাথলিক ডাইওসিসের ক্যাথিড্রাল চার্চের উদয়ন স্কুল প্রাঙ্গণে, পুণ্যপিতা পোপ ফ্রান্সিস কর্তৃক মনোনীত রাজশাহী ডাইওসিসের ভিকার জেনারেল, ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও-এর বিশপীয় অভিষেক ও অধিষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৯ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক ধর্মীয় ভাবগাম্ভীর্য অনুষ্ঠানে হাজারো খ্রিস্টভক্তদের উপস্থিতিতে এ অভিষেক ও অধিষ্ঠান সম্পন্ন হয়েছে।

কাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্ম গুরু মহামান্য পোপ ফ্রান্সিস, রোম, ভাটিকান, ইতালি কর্তৃক বিশপীয় মনোনয়ন পান শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও গত ২১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কাথলিক খ্রিস্টানদের বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েলকে বিশপীয় পদে অভিষেক ও বরিশাল ডাইওসিসের পালক হিসাবে অধিষ্ঠিত করা হয়। বিশপীয় অভিষেকে তার মাথায় আশীর্বাদিত তেল ঢেলে দেয়া হয় এবং মাথায় মাইটার ও হাতে যষ্টি প্রদানের মাধ্যমে বিশপ হিসাবে অধিষ্ঠান করা হয়। অভিষেক অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই। পালকের আসনে নতুন বিশপকে অধিষ্ঠিত করেন বরিশালের প্রাক্তন বিশপ বর্তমানে চট্টগ্রামের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। উপাসনায় বাণী সহভাগিতা করেন রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরী, বাংলাদেশের প্রথম কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি, বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর অন্যান্য বিশপগণ, বাংলাদেশের বিভিন্ন ডাইওসিস ও ধর্মপল্লী থেকে আগত যাজক, ব্রাদার, সিস্টার ও হাজারো খ্রিস্টভক্তগণ এবং নিমন্ত্রিত রাষ্ট্রীয়, জাতীয় ও স্থানীয় প্রশাসনের গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরম শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও বরিশাল ডাইওসিসের দ্বিতীয় বিশপ হিসাবে দায়িত্ব-প্রাপ্ত হলেন। বরিশাল অঞ্চলে বসবাসরত কাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক, সামাজিক ও পারিবারিক যত্মের গুরু দায়িত্ব পালনই বিশপীয় দাপ্তরিক বা ডাইওসিসের প্রধান কাজ। বিশপ হিসাবে তিনি একাধারে যেমন আধ্যাত্মিক দায়িত্ব পালন করবেন তেমনি সামাজিক নানাবিধ উন্নয়ন সাধনে অগ্রণী পদক্ষেপ গ্রহণ করবেন। এ দায়িত্বের পূর্বে তিনি ঢাকার বনানীতে অবস্থিত পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক, রাজশাহী ডাইওসিসের বিভিন্ন ধর্মপল্লীর পালক পুুরোহিত এবং একজন শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নব অভিষিক্ত বিশপ রোজারিও বলেন, ‘‘বিশপ হিসাবে মনোনয়ন পাওয়া আমার কাছে দেশান্তরী হওয়ার আহŸান। বাইবেলে বর্ণিত বিশ^াসীদের পিতা আব্রাহাম ঈশ^রের আদেশ পেয়ে যেভাবে নিজ দেশ, জাতি গোষ্ঠী ছেড়ে ভিন্ন দেশে গেলেন; আমিও তেমনি নিজ ডাইওসিস ছেড়ে এ বরিশাল ডাইওসিসে আসার আহŸান পেলাম। যেখানে আমি কখনও কাজ করিনি। আমার প্রথম কাজ হল এ অঞ্চলে বিশ^াসী ভক্তের কথা শোনা ও তাদের যতœ নেয়া।’’

অভিষেক ও অধিষ্ঠান অনুষ্ঠানের পর পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে বরিশালের বিভিন্ন দপ্তর ও জনগণের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং একটি স্মরণিকা প্রকাশ করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি ‘সাপ্তাহিক প্রতিবেশী’ ফেইজবুক পেইজ থেকে লাইভ টেলিকাষ্ট করা হয়েছে। অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্ত জনগণের জন্য আহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network