আপডেট: আগস্ট ২৬, ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পেশাগত দায়িত্বরত অবস্থায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা এক বিবৃতিতে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত কমিটি করে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে। আগামীতে শেবামেক এমন ঘটনার পূণরাবৃত্তি না ঘটে তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থী র্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাত গণমাধ্যমকর্মী। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সংবাদ সংগ্রহের সময় অধ্যক্ষসহ দুই শিক্ষকের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। হামলার শিকার সাংবাদিকরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, ক্যামেরা পারসন রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, ক্যামেরা পারসন আজিম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ, সময় টেলিভিশনের প্রতিবেদক শাকিল মাহমুদ এবং ক্যামেরা পারসন সুমন হাসান। যদিও পরে সিনিয়র সাংবাদিক এবং চিকিৎসকদের মধ্যে বৈঠকে বিষয়টির সমঝোতা হয়।

