২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন
স্টাফ রিপোর্টার: শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করছে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সামনে স্থাপিত শহীদ মুক্তিযাদ্ধা স্মৃতি ফলকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন
বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সহ সভাপতি এম মোফাজ্জেল, দপ্তর সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংস্বিকৃতিক সংগঠন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা সাংবাদিক ইউনিয়নের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মুক্তিযুদ্ধের নানান দিক তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে ৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্ট ২৪ বিপ্লবের আত্মদানকারী শহীদ এবং অন্যান্য যোদ্ধাদের স্মরণ করে দোয়া করা হয়।
উল্লেখ্য, বিজয় দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে শহীদ স্মৃতি স্তম্ভ এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয় সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network