২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
দুধ দিয়ে গোসল করে বিএনপি ছেড়ে ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান হিজলা-মেহেন্দিগঞ্জের প্রান্তিক ভোটাররা ঝুঁকছেন দাঁড়িপাল্লার দিকে বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখতে পাবা: ডা. শফিকুর রহমান গৌরনদী বার্থী ইউনিয়নে জহির উদ্দিন স্বপনের ব্যাপক গণসংযোগ বাকেরগঞ্জের ইউএনও, সার্কেল এএসপি ও পুলিশ ফাঁড়ির ইনচার্জদের প্রত্যাহারের দাবি ভোলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ বানারীপাড়ায় সেনাবাহিনীর হাতে দণ্ডপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ের খাবার সঠিক সময়ে পাচ্ছেনা, অভিভাবক ও শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ খাগড়াছড়িতে জব ফেয়ার উদ্বোধন ও কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে সেমিনার

বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার, সম্পাদক রিপন

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. নেছার জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান রিপন।  শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

চেয়ার প্রতীক নিয়ে নেছার জোমাদ্দার ৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।  তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেলিভিশন প্রতীকের মাজাহারুল ইসলাম বাদল পেয়েছেন ৩৩ ভোট।

এছাড়া বিপুল ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান রিপন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৪ ভোট। তার নিকটতম প্রার্থী হরিন প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৬ ভোট।

এর বাইরে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তারা হলেন আবুল কালাম কালু (সহ-সভাপতি), শাহীন মোল্লা (যুগ্ম সাধারণ সম্পাদক), শাহীন হাওলাদার (কোষাধ্যক্ষ), মো. হুমায়ুন কবির (সাংগঠনিক সম্পাদক), মো. ইব্রাহীম খান (প্রচার সম্পাদক), আল-আমিন (দপ্তর সম্পাদক), সবুর খান (ক্রীড়া সম্পাদক) এবং জসীম হাওলাদার (কার্য নির্বাহী সদস্য)।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সন্ধ্যায় আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ এর সাথে এসে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতা কাজী মিরাজ।

এর আগে দুপুরে নির্বাচন চলাকালীন ভোটকেন্দ্র পরিদর্শন করেন আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ এবং প্রধান সম্পাদক এ.এফ.এম আনোয়ারুল হক।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network