২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

বাংলাদেশের আশা গুঁড়িয়ে সেমিফাইনালে পাকিস্তান

আপডেট: নভেম্বর ৬, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:: পাকিস্তানের কাছে হারের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ। অ্যাডিলেইডে আজ বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। অথচ আজকের ম্যাচে জিততে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করত টাইগাররা।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে ১১ বল হাতে রেখে।

এই জয়ের ফলে সেমিতে উঠেছে পাকিস্তান। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ৫৭ রান এনে দেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অথচ তাসকিনের বলে শূন্য রানেই ফিরতে পারতেন রিজওয়ান। তাঁর ক্যাচ ফেলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

২৫ রান করে বাবর ফিরেন। দলীয় ৬১ রানে আউট হন রিজওয়ানও (৩২)। এরপর মোহাম্মদ হারিসের ১৮ বলে ৩১ ও শান মাসুদের ১৪ বলে অপরাজিত ২৪ রানের ওপর ভর করে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন একটি করে উইকেট নেন।

এর আগে, নাজমুল হোসেন শান্তর ৫৪, আফিফ হোসেনের ২৪ ও সৌম্য সরকারের ২০ রানের ওপর ভর করে ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২২ রানে ৪ উইকেট পাওয়া শাহীন শাহ আফ্রিদি ম্যাচসেরা হন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network