আপডেট: জানুয়ারি ২৬, ২০২৬
বরিশাল ব্যুরো ::সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশাল জেলার বানারীপাড়ায় উপজেলায় ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকার পশ্চিম ইলুহার গ্রামের মৃত মো. আকবর আলীর ছেলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. নাসির উদ্দীনকে (৫২) আটক করেছে সেনাবাহিনী।রোববার সন্ধ্যা সারে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিএনপির নেতা নাসিরকে আটক করা হয়।
আটককৃত নাসির মাদক মামলার আসামি এবং ৫ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত, ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ণ এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. করিমুল হাসানের নেতৃত্বে নাসিরকে আটক করা হয়।
বানারীপাড়া থানা সূত্রে জানা গেছে নাসির উদ্দিনকে বরিশালের বিজ্ঞ সিজিএম কোর্ট ঢাকা আদালতের জিআর ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মামলায় ৫ বছরের সাজা ও ১০০০০ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত আসামি ছিলো। আটকের পর রবিবার রাতেই নাসিরকে বানারীপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করেন সেনাবাহিনীর অভিযানিক দল।

