২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বিশ্বে ৪ কোটিরও মানুষ বেশি তীব্র ক্ষুধার মুখে : জাতিসংঘ

আপডেট: মে ৪, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সঙ্কটে জনগণের জীবিকা ধ্বংস হয়ে যাওয়ায় গত বছর ক্ষুধার মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা বেড়ে ১৯ কোটি ৩০ লাখে পৌঁছেছে। এছাড়া আরও ৪ কোটিরও বেশি মানুষকে তীব্র ক্ষুধায় ঠেলে দেওয়া হয়েছে।

আজ বুধবার প্রকাশিত ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি। এফএও বলেছে, ২০২১ সালের এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে তিন সঙ্কট ‘সংঘাত, চরম বৈরী আবহাওয়া এবং অর্থনৈতিক ধাক্কা’র কারণে। এর ফলে বিশ্বের ৫৩টি দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কঙ্গো, ইথিওপিয়া, ইয়েমেন এবং আফগানিস্তান।

গেল ২০২১ সালে বিশ্বের অন্তত ২৪টি দেশে তীব্র ক্ষুধার প্রধান কারণ ছিল সংঘাত এবং নিরাপত্তাহীনতা; যা ১৩ কোটি ৯০ লাখ মানুষের ওপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া করোনাভাইরাস মহামারির কারণে বিপর্যস্ত ২১টি দেশের ৩ কোটি ২০ লাখ মানুষ প্রচণ্ড ধাক্কা খেয়েছে অর্থনৈতিক দিক থেকে।
সূত্র : আল-জাজিরা ও ফ্রান্স টোয়েন্টিফোর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network