বৈশ্বিক দুর্যোগে ঝুঁকি নিয়ে কাজ করছেন সংবাদকর্মীরা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
আপডেট: এপ্রিল ১১, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
বৈশ্বিক দুর্যোগে ঝুঁকি নিয়ে কাজ করছেন সংবাদকর্মীরা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
আপডেট:
Photo Card
Preview
বৈশ্বিক দুর্যোগে ঝুঁকি নিয়ে কাজ করছেন সংবাদকর্মীরা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে কয়েকজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায় তারা সেই বিষয়ে আলোচনা করেছেন।’ এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে...
৩
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার এই বৈশ্বিক দুর্যোগের সময় সংবাদকর্মীরা অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন। টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। তারা এ কাজটি শুরু থেকেই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে কয়েকজন সংবাদকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেক সংবাদকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সুতরাং তারা ঝুঁকি নিয়ে কাজ করছে। এই ঝুঁকি নিয়ে কাজ করার ক্ষেত্রে কিভাবে তাদের সহায়তা করা যায় তারা সেই বিষয়ে আলোচনা করেছেন।’
এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা এবং জনগণের কাছে সঠিক সংবাদ পৌঁছানোর জন্য গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে গুজবের বিরুদ্ধে মূল ধারার মিডিয়াগুলো টেলিভিশন পত্রিকা যে বলিষ্ঠ ভূমিকা রাখছে এজন্য তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই।তিনি বলেন, অনেক টেলিভিশন এর পক্ষ থেকে বেতন-ভাতা দেয়া হয়নি বলে আজকে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আমাকে জানিয়েছে। আমি সব টেলিভিশন চ্যানেলের পরিচালনা পর্ষদকে অনুরোধ জানাবো, যাদের বেতন ভাতা দেয়া হয়নি এই পরিস্থিতিতে আপনাদের কোনো কারণে অসুবিধা হলেও তাদের বেতন-ভাতা একই সঙ্গে বকেয়া পরিশোধ করে দেয়ার জন্য আমি অনুরোধ জানাই।