২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন মনোজ পান্ডে

আপডেট: এপ্রিল ১৮, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেনেন্ট জেনারেল মনোজ পান্ডেকে নিয়োগ দিতে যাচ্ছে দেশটির সরকার।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে জানিয়েছে, পরবর্তী সেনাপ্রধান হিসেবে মনোজ পান্ডেকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।মনোজ পান্ডে বর্তমানে ভারতের উপসেনাপ্রধানের দায়িত্বে আছেন।

তিনি ১ মে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।বর্তমানে সেনাপ্রধানের দায়িত্বে আছেন জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

দীর্ঘ ২৮ মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করে জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ২৮ এপ্রিল অবসরে যাবেন।ভারতের ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র লেফটেনেন্ট জেনারেল মনোজ পান্ডে ১৯৮২ সালে ইঞ্জিনিয়ার কর্পসে কমিশন লাভ করেন।

এই ইঞ্জিনিয়ার কর্পস থেকে তিনিই প্রথম ব্যক্তি হিসেবে সেনাপ্রধান হতে যাচ্ছেন।এদিকে লেফটেনেন্ট জেনারেল মনোজ পান্ডে জম্মু ও কাশ্মিরের লাইন অব কন্ট্রোলের পালানওয়ালা সেক্টরে অপারেশন পরাক্রমে একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।২০০১ সালে ভারতের সংসদে সন্ত্রাসী হামলার পর সীমান্তে ব্যাপক সেনা জড়ো করেছিল ভারত ও পাকিস্তান। সেই সময় দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

সূত্র: এনডিটিভি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network