আপডেট: জানুয়ারি ২৪, ২০২৬
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২৪শে জানুয়ারি) সকালে তাদের আটক করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন পলিয়ানপুর বিওপির টহল দল। আটকদের মধ্যে ৫ জন নারী, ২ জন শিশু ও ৪ জন পুরুষ।
আটক ৪ জন পুরুষ হলেন- যশোরের মনিরামপুর থানার পোড়াডাংগা গ্রামের মৃত রসময় দত্তর ছেলে ধীরাজ দত্ত (৭০), গোপালগঞ্জের মুকসুদপুর থানার মহাটালী গ্রামের নিরেন দাসের ছেলে গৌরাঙ্গ দাস (৫৩), কোটালীপাড়া থানার কুমারকান্দি গ্রামের মৃত অক্ষয় হালদারের ছেলে মনোহর হালদার (৬২) এবং দিন বন্ধু হালদারের ছেলে দুলাল হালদার (৪২)।
শনিবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির টহল দল শনিবার সকাল সোয়া ৬টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/২৬-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিয়মিত টহল পরিচালনা করে ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন। তারা সকলেই বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। টহল দলের নেতৃত্বে ছিলেন হাবিলদার নাসির উদ্দিন।
এ ঘটনায় আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রকিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

