২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মাই টিভির সাংবাদিক পিটিয়ে জখম, পুলিশের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা

আপডেট: এপ্রিল ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সিনিয়র স্টাফ রিপোর্টার।। বাগেরহাটের মোরেলগঞ্জে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম করেছ পুলিশ। সোমবার বিকেল ৫ টার দিকে ভাটখালী বাজার এলাকায় সাংবাদিক রিফাত আল মাহমুদকে বেধড়ক মারিপট করে পুলিশ। রিফাত মাই টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এবং ওই এলাকায়ই তার বাড়ি।
গুরুতর আহত রিফাতকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌছে দিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এএসআই সাখাওয়াত ও কনস্টেবল ফয়েজ এর বিরুদ্ধে প্রসাশনিক ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চত করতে গিয়ে পোলেরহাট ফাঁড়ি পুলিশের কয়েকজন সদস্য বেপরোয়া লাঠিচার্জ করেন।
এ বিষয়ে সাংবাদিক রিফাত বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ আকস্মিকভাবে লাঠি চার্জ করে। এ সময় সাংবাদিক পরিচয় দিলে তাকে আরো বেশী পেটানো হয়। পিটুনিতে তার হাত, পা, হাটু, পিঠ রক্তাক্ত জখম হয়। মোবাইল ফোনটিও ভেঙে ফেলেন পুলিশ সদস্যরা।
এ ঘটনা সম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, পুলিশের সাথে সাংবাদিক রিফাত আল মাহমুদের ভুল বোঝাবুঝি হয়েছে। ওই দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যাবস্থা নেওয়া হয়েছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network