২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন

আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :: পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিক্ষা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী সড়ক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম।

দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে নির্মিত হোস্টেলটিতে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী অবস্থান করতে পারবে। পাশাপাশি আধুনিক শিক্ষা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় তলাবিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন। এছাড়া বিদ্যালয়ের যাতায়াত সুবিধা বাড়াতে ৫৩৫ ফুট দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, পাহাড়ি এলাকায় শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network