২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করছেন প্রধান বিচারপতি

আপডেট: আগস্ট ১০, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শনিবার সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে তিনি নিজেই এ কথা জানান। পদত্যাগের দাবি উঠেছে, এ অবস্থায় আপনার সিদ্ধান্ত কি? এই প্রশ্নের জবাবে তিনি গণমাধ্যমকে বলেন, আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কিছু আনুষ্ঠানিকতার বিষয় আছে। সেগুলো শেষ হলেই সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবো।

সকাল থেকেই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আন্দোলনকারীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেছেন, আপনারা শান্ত থাকুন। হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান করলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের দ্বারা হাইকোর্টের কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network