আপডেট: অক্টোবর ১৯, ২০২০
আটক ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
এছাড়া, এ ব্যাপারে ব্যাখ্যা দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুপুরে এই আদেশ দেন। দোসরা মে রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে অনুপ্রবেশের দায়ে কাজলকে আটক করে বিজিবি।
গেল ২৮শে জুন ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফটোসাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। হাজারিবাগ থানার এ মামলা তদন্ত কর্মকর্তা ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই রাসেল মোল্লা। তিনি আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু ওই দিন তাকে আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকেই কাজলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়।
সাংবাদিক কাজলের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। গেল ১০ই মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গত দোসরা মে রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে অনুপ্রবেশের দায়ে কাজলকে আটক করে বিজিবি।

