আপডেট: মে ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক ।। সরকার কর্তৃক ঘোষিত লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষনায় বেকার হয়ে যাওয়া কর্মহীন দিনমজুর মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরন করেন।
করোনায় ঘরবন্ধী বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের দিনমজুর কর্মহীন দুঃস্থ পরিবারদের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে দেশবাংলা হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার নির্বাহী পরিচালক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও সাংবাদিক লোকমান হোসেন রাজুর ব্যাক্তিগত অর্থায়নে সমাজিক দুরত্ব বজায় রেখে কর্মহীন দিনমজুর ১৫০ জন পরিবারের বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় যুবকদের নিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন।
লোকমান হোসেন রাজু বলেন, গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ঘরবন্দী করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে অসহায় দিনমজুর মানুষের মাঝে অামার ব্যাক্তিগত অর্থায়নে ১৫০ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে চিনি, ডাল,মুড়ি, চিড়া,খেজুর পৌঁছে দেয়া হয়।

