২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সিলেটে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ ফেরত পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট: মে ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

ইমন নামের নারায়ণগঞ্জ ফেরত ওই পুলিশ সদস্য শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।জানা গেছে, সম্প্রতি তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ জ্বর দেখা দেওয়ায় তাকে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়ি মৌলভীবাজারের সদর উপজেলার খলিলপুরে পাঠানো হয়।সেখানে কিছু দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুলিশ সদস্য করোনা ছিল বলা যাবে না। ঢাকায় তার করোনা পরীক্ষা হয়েছিল। সেখানে করোনা ভাইরাস ধরা পড়েনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network