সুস্থতার পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী, বের করা হল আইসিইউ থেকে
আপডেট: এপ্রিল ১০, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
সুস্থতার পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী, বের করা হল আইসিইউ থেকে
আপডেট:
Photo Card
Preview
সুস্থতার পথে ব্রিটিশ প্রধানমন্ত্রী, বের করা হল আইসিইউ থেকে
আন্তর্জাতিক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, “আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে নিবিড় পরিচর্যা থেকে ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে, সেখানেও তিনি সেরে ওঠার এই প্রাথমিক পর্যায়ে নিবিড় নজরদারিতে থাকবেন। “তিনি মানসিকভাবে দারুন চাঙা আছেন।” ৫৫ বছর বয়সী বরিস জনসনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিন পরও কাশি ও জ্বর থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে গত রোববার তাকে লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সোমবার জনসনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তিন দিন সেখানে চিকিৎসার পর ওয়ার্ডে আনা হল তাকে।
২
আন্তর্জাতিক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেছেন, “আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে নিবিড় পরিচর্যা থেকে ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে, সেখানেও তিনি সেরে ওঠার এই প্রাথমিক পর্যায়ে নিবিড় নজরদারিতে থাকবেন।
“তিনি মানসিকভাবে দারুন চাঙা আছেন।”
৫৫ বছর বয়সী বরিস জনসনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার ১০ দিন পরও কাশি ও জ্বর থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে গত রোববার তাকে লন্ডনের সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন সোমবার জনসনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। তিন দিন সেখানে চিকিৎসার পর ওয়ার্ডে আনা হল তাকে।