আপডেট: নভেম্বর ১, ২০২২
অনলাইন ডেস্ক:: স্বামী-স্ত্রীসহ সাত ভুয়া ডিবিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। এ সময় তাদের থেকে পোশাক, হ্যান্ডকাপ ও গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আবদুল মান্নান।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিউতা গ্রামের সবুজ মিয়া (২৭) ও তার স্ত্রী আখিনূর আক্তার, একই গ্রামের মো. রতন মিয়া (২৮), কুমিল্লা মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের মো. ওসমান গণি (৩৫), তার স্ত্রী মোসা. সোনিয়া বেগম (২৯), কুমিল্লা দেবিদ্বার উপজেলা বড় আলমপুর গ্রামের মো. মাঈন উদ্দিন ও বান্দরবান জেলার আমতলীপাড়া গ্রামের মো. আরিফুল ইসলাম (২০)।

পুলিশ সুপার জানান, ডিবি পুলিশের পরিচয়ে তারা বিভিন্ন স্থানে অপকর্ম করে আসছিল। তারা করোনার সময় ভুয়া ডাক্তার সেজে করোনার সার্টিফিকেট জালিয়াতি করেছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশফাকুজ্জান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া প্রমুখ।

