আপডেট: জুলাই ১৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক।। গত ২৯ জুন ২০২০ তারিখ ঢাকা সদরঘাট এলাকায় বহুল আলোচিত চাঞ্চল্যকর লঞ্চ দুঘর্টনায় কবলিত মর্নিং বার্ড লঞ্চটিকে ময়ুর- ২ লঞ্চ ধাক্কা দেয় যার ফলশ্রতিতে মর্নি বার্ড লঞ্চটি ডুবে যায় এবং ৩৪ জন যাত্রীর প্রাণহানী ঘটে। উক্ত ঘটনার ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানায় লঞ্চের মালিক ও সকল কর্মচারীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। উক্ত আসামীরা দেশের বিভিন্ন এলাকাসহ মংলা বাগেরহাট এলাকায় আত্নগোপনে চলে যায়। র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার আসামী সুকানী মোঃ নাসির মৃধা(৪০) পিতাঃ মোঃ শাহজাহান মৃধা, সাং- ভবানীপুর, থানাঃ বাকেরগঞ্জ, জেলাঃ বরিশালকে অদ্য ১৫ জুলাই ২০২০ তারিখ আনুমানিক রাত ০৩.৪৫ ঘটিকায় বাগেরহাট জেলার বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ নাসির মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে এমভি ময়ূর- ০২ লঞ্চের মাষ্টার এর সহযোগী (সুকানী) হিসেবে নিয়োজিত ছিল এবং দূর্ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় আত্নগোপন করে পলাতক ছিল। আসামী সুকানী মোঃ নাসির মৃধাকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার করার জন্য র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

