শের-ই-বাংলা মেডিক্যালে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু
আপডেট: এপ্রিল ৮, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
শের-ই-বাংলা মেডিক্যালে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু
আপডেট:
Photo Card
Preview
শের-ই-বাংলা মেডিক্যালে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার আরটি- পিসিআর ল্যাব উদ্ধোধন করা হয়েছে। এখানে প্রতিদিন ৯৪ জনের করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। বুধবার দুপুরে ল্যাবটির উদ্বোধন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এ তথ্য জানান। তিনি বলেন, আজ থেকে এই ল্যাবে অদক্ষ টেকনোলজিষ্টদের প্রশিক্ষণ ও করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম একসঙ্গে চলবে। এখন একসঙ্গে ৯৪জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। সময়ের সঙ্গে এর পরিমাণ বাড়বে। ঢাকা থেকে বিশেষজ্ঞ মেডিকেল টেকনোলজিষ্টগণ বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজের টেকনোলজিষ্টদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছেন। শনিবারের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে বদলি হওয়া এক চিকিৎসক এই ল্যাবে যোগদান করবেন। কলেজের অধ্যক্ষ...
৪
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে করোনাভাইরাস পরীক্ষার আরটি- পিসিআর ল্যাব উদ্ধোধন করা হয়েছে। এখানে প্রতিদিন ৯৪ জনের করোনাভাইরাস নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।
বুধবার দুপুরে ল্যাবটির উদ্বোধন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এ তথ্য জানান।
তিনি বলেন, আজ থেকে এই ল্যাবে অদক্ষ টেকনোলজিষ্টদের প্রশিক্ষণ ও করোনাভাইরাস পরীক্ষা কার্যক্রম একসঙ্গে চলবে। এখন একসঙ্গে ৯৪জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। সময়ের সঙ্গে এর পরিমাণ বাড়বে। ঢাকা থেকে বিশেষজ্ঞ মেডিকেল টেকনোলজিষ্টগণ বর্তমানে শের-ই বাংলা মেডিকেল কলেজের টেকনোলজিষ্টদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিচ্ছেন।
শনিবারের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ থেকে বদলি হওয়া এক চিকিৎসক এই ল্যাবে যোগদান করবেন।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসিত ভূষন দাস বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালগুলোর চিকিৎসকরা যাকে এ পরীক্ষার জন্য উপযুক্ত মনে করবেন, তাদের পরীক্ষা এখানে করা হবে। এক্ষেত্রে চিকিৎসকরাই বলবেন।
অনুষ্ঠানে অংশ নেন ডিসি এস এম অজিয়র রহমান, হাসাতালের পরিচালক ডা. মো. রাকির হোসেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. বাসুদেব কুমার, সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন প্রমুখ।
গত ৩০ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওভারেজ মার্কেটিং কর্পোরেশন প্রা. লিমিটেডের একটি পিসিআর মেশিন সরবরাহ করা হয়। সেই থেকে কলেজের মাক্রোবায়লজী বিভাগে মেশিনটি স্থাপনের কার্যক্রম শুরু করা হয়। মঙ্গলবার মেশিনটির জন্য একটি ল্যাব স্থাপনের কার্যক্রম শেষ করা হয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ক্লিনিক্যাল প্যাথলোজিষ্ট ও ৬ টেকনোলজিস্টকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারেজ মার্কেটিং কর্পোরেশন প্রা. লিমিটেড।