অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের পর রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও বাকি আটজন পুরুষ। আক্রান্তদের মধ্যে জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন কর্মচারীকে ঢাকার আইইডিসিআরে নেয়া হয়েছে।শনিবার সকাল সোয়া ১০টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সাতজন ও শনিবার সকালে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হন। জেলার টঙ্গীবাড়ি উপজেলায় তিনজন, গজারিয়া উপজেলায় তিনজন, সদরে দুইজন এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় একজন করে রোগী শনাক্ত করা হয়েছে। তিনি আরো জানান, মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা থেকে সর্বমোট ৯৩ জনের নমুনা সংগ্রহ করে...
অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের পর রাজধানীর কাছের জেলা মুন্সিগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত ১০ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী ও বাকি আটজন পুরুষ।
আক্রান্তদের মধ্যে জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন কর্মচারীকে ঢাকার আইইডিসিআরে নেয়া হয়েছে।শনিবার সকাল সোয়া ১০টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে সাতজন ও শনিবার সকালে আরো তিনজন করোনা রোগী শনাক্ত হন। জেলার টঙ্গীবাড়ি উপজেলায় তিনজন, গজারিয়া উপজেলায় তিনজন, সদরে দুইজন এবং সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় একজন করে রোগী শনাক্ত করা হয়েছে।
তিনি আরো জানান, মুন্সিগঞ্জের ছয়টি উপজেলা থেকে সর্বমোট ৯৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে শুক্র ও শনিবার দুইদিনে ৭৪ জনের পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ১০ করোনা রোগী শনাক্ত হয়েছে বলে ঢাকা থেকে জানানো হয়।