২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভারতে ৩ মে পর্যন্ত বাড়ল লকডাউন, ছাড় ও কড়াকড়ি নিয়ে নির্দেশিকা কাল

আপডেট: এপ্রিল ১৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: মহামারি  করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার। এর মেয়াদ শেষ হওয়ার একদিন আগেই তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, “সবকিছু বিবেচনায় নিয়ে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ে আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, যেমনটা এত দিন আমরা ছিলাম।”

“সামাজিক দূরত্ব ও লকডাউন জাতিকে সহযোগিতা করেছে। যদিও এটা আমাদের অর্থনৈতিক ক্ষতি করেছে কিন্তু এসব আমাদের জনগণের জীবনের চেয়ে বড় কিছু নয়।”

মোদি তার ভাষণে জানান, করোনা মোকাবিলায় আগামী এক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে যেকোনো সম্ভাব্য এলাকাকে করোনার হটস্পটে পরিণত হতে পারে। তাই হলে ওই এলাকাকে আইসোলেশন করা হবে।

“আগামী এক সপ্তাহ করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরালো হবে। আরও আঁটসাঁট করা হবে লকডাউন।”

“করোনাকে আর বাড়তে না দেওয়া আমাদের নিশ্চিত করতেই হবে। সে জন্য হটস্পটগুলোকে বিচ্ছিন্ন করা হবে। লকডাউন হবে আরও কড়াকড়ি।”
এছাড়া ছ্ড় ও কড়াকড়ি নিয়ে নির্দেশিকা আগামীকাল বুধবার জানানো হবে বলে জানান তিনি।

সময়ের সঙ্গে ভারতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ১০ হাজার ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৩৫৮ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network