২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
খাগড়াছড়িতে সহস্রাধিক চাকমা নেতাকর্মীর বিএনপিতে যোগদান বরিশালে হাতপাখার পক্ষে প্রচারণায় ঝড় তুলেছেন নারী কর্মীরা পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে শিক্ষার্থীদের তালা বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় নারী হেনস্থার অভিযোগে সংবাদ সম্মেলন মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: দুই আসামি গ্রেফতার ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী আটক ‎বাটাজোড় অশ্বনী কুমার ইনস্টিটিউশনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত বরিশালে দুর্নীতি মামলায় বিআরটিএর সাবেক সহকারী পরিচালক কারাগারে

গাজীপুরে দোকানে মিলল হাত-পা বাঁধা কর্মচারীর লাশ

আপডেট: এপ্রিল ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলায় দোকানের ভেতরে হাত-পা বাঁধা এক কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার সকালে ভবানীপুর বাজারের রাফি-রাতুল টায়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের ভেতর থেকে ওই কর্মচারীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম কাউছার (১৯), তিনি ভোলার তজুমুদ্দিন থানার মলমসুরা গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি ভবানীপুর বাজারে রাফি-রাতুল টায়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের কর্মচারী ছিলেন। ওই দোকানের মালিক স্থানীয় মো. রিয়াজ উদ্দিন শেখ।

দোকান মালিক রিয়াজ উদ্দিন জানান, কাউছার স্থানীয় নার্গিসের বাড়ি ভাড়া থাকতেন। দোকানের নিরাপত্তার স্বার্থে তিনি রাতে দোকানেই থাকতেন।প্রতিদিনের মতো বুধবারও তিনি দোকানেই ছিলেন। বৃহস্পতিবার ভোরে তাকে মোবাইলে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তিনি দোকানে যান। পরে দোকানে তার হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, বুধবার রাতে দোকান মালিকের ভায়রা নয়নের বাড়িতে দাওয়াত খেতে যান কাউছার। দাওয়াত খেয়ে রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকানে ফেরেন।সেখানেই ঘুমিয়ে থাকেন। পরে রাতের কোনো একসময় ঘাতকরা তাকে শ্বাসরোধে হত্যার পর ভেতর থেকে একটি লাঠি দিয়ে আটকে রেখে পালিয়ে যায়।

পর দিন বৃহস্পতিবার ভোরে দোকান মালিক রিয়াজ উদ্দিন ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে তিনি দোকানে গিয়ে কাউছারকে ডাকাডাকি করেন। ডাকাডাকির একপর্যায়ে ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায় এবং দোকানের ভেতরে কাউছারের মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের গলায় কাপড় পেঁচানো ও হাত-পা রশিতে বাঁধা ছিল।তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network