ফ্রান্সের বিমানবাহী রণতরীর ৬৬৮ নাবিক করোনায় আক্রান্ত
আপডেট: এপ্রিল ১৬, ২০২০
ফেইসবুক শেয়ার করুন
ফ্রান্সের বিমানবাহী রণতরীর ৬৬৮ নাবিক করোনায় আক্রান্ত
আপডেট:
Photo Card
Preview
ফ্রান্সের বিমানবাহী রণতরীর ৬৬৮ নাবিক করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক: ফ্রান্সের চার্লস ডি গলে নামের বিমানবাহী রণতরীর ছয় শতাধিক নাবিকের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানোর শুরু থেকেই প্রায় দুই হাজার নাবিক নিয়ে সমুদ্রে ছিল এ রণতরীটি। বুধবার দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মোট নাবিকদের এক তৃতীয়াংশ অর্থাৎ ৬৬৮ জন নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। গত সপ্তাহে আটলান্টিক মহাসাগরে দায়িত্ব পালনরত অবস্থা থেকে ১০ দিন পূর্বেই চার্লস ডি গলে রণতরীটিকে ফিরিয়ে আনা হয়। রণতরীটির কিছু সদস্যের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়ার পরেই এ...
আন্তর্জাতিক: ফ্রান্সের চার্লস ডি গলে নামের বিমানবাহী রণতরীর ছয় শতাধিক নাবিকের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানোর শুরু থেকেই প্রায় দুই হাজার নাবিক নিয়ে সমুদ্রে ছিল এ রণতরীটি।
বুধবার দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, মোট নাবিকদের এক তৃতীয়াংশ অর্থাৎ ৬৬৮ জন নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৩১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
গত সপ্তাহে আটলান্টিক মহাসাগরে দায়িত্ব পালনরত অবস্থা থেকে ১০ দিন পূর্বেই চার্লস ডি গলে রণতরীটিকে ফিরিয়ে আনা হয়। রণতরীটির কিছু সদস্যের মধ্যে করোনার লক্ষণ দেখা দেয়ার পরেই এ পদক্ষেপ নেয়া হয়।