২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

করোনার আরও ভয়ঙ্কর পরিস্থিতি এখনও দেখা বাকি আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট: এপ্রিল ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসের সঙ্গে পাঞ্জা লড়ছে গোটা বিশ্ব। কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এর প্রধান টেডরোস আধানোম ঘেবরেসাস।

স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেশ কিছু দেশে ইতোমধ্যেই লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। যা নিকট ভবিষ্যতে সারা বিশ্বের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে। আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আটকাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস। আলজাজিরা

এসময় টেডরোস ১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেছেন করোনাভাইরাস এর চেয়েও সাংঘাতিক। তিনি বলেন, করোনা ভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।

তিনি আরও বলেন, এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। বিশ্বাস করুন। কিন্তু এখনও পরিস্থিতি আরও খারাপ হবে।

ইতোমধ্যেই করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ। মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের। ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু হু প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা তিনি স্পষ্ট করে বলেননি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network